ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার জেলা পরিষদে বেসরকারীভাবে যারা নির্বাচিত হলেন

কক্সবাজার প্রতিনিধি ::
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিনুল হক মার্শাল। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।

এদিকে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলে। জেলার মোট ৯টি কেন্দ্রের ১৮টি বুথে এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৯৯৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৯৮৮ জন ভোটার। এরমধ্যে ৫টি ভোট বাতিল হয়।

সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে জাফর আহমদ, ২নং ওয়ার্ড থেকে হুমায়ুন কবির চৌধুরী, ৩নং ওয়ার্ড থেকে মাহমুদুল করিম মাদু, ৪ নং ওয়ার্ড থেকে ফরিদুল আলম, ৫নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় আরিফুল ইসলাম, ৬নং ওয়ার্ড থেকে আবু তৈয়ব, ৭নং ওয়ার্ড থেকে শওকত হোসেন, ৮নং ওয়ার্ড থেকে নুরুল ইসলাম ভুট্টাে, ৯ নং ওয়ার্ড থেকে শহিদুল ইসলাম মুন্না নির্বাচিত হন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে হুমাইরা বেগম, আশরাফ জাহান কাজল, তানিয়া আফরিন নির্বাচিত হন।

পাঠকের মতামত: