ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার জেলা নদী পরিব্রাজক দলের অভিষেক অনুষ্ঠান

রাাাাবার্তা পরিবেশক ::

বাংলাদেশ নদীমাতৃক দেশ। অর্থনৈতিক কর্মকান্ড, ইতিহাস-ঐতিহ্যসহ বাংলাদেশের সব ক্ষেত্রে জড়িয়ে আছে নদী। নদী ছাড়া বাংলাদেশকে কল্পনাই করা যায় না। তাই নদী আমাদের বাঁচাতেই হবে। নদী বাঁচাতে আমাদের নিরলস কাজ করতে হবে। নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট নদী গবেষক মো: মনির হোসেন এ কথা বলেন।

নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি আবদুল আলীম নোবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে মনির হোসেন আরো বলেন, ‘বাঁকখালী, মাতামুহুরী, রেজু ও নাফ নদীর সুরক্ষায় নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দকে কাজ করতে হবে। এই জন্য কমিটিকে সব ধরণের উদ্যোগ নিতে হবে। আশা করি তারুণ্যনির্ভর এই কমিটিকে কাজ দিয়েই তা প্রমাণ করতে হবে। সেই সাথে গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কাঠামো মেনে চলতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: সরওয়ার আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী জেমাম আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসলাম ও নির্বাহী সদস্য আনছার হোসেন।

নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মিনার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাকিল, সহ-সভাপতি যথাক্রমে- শাহেদ মিজান, আজিজ রাসেল, মো: শফিক, আরোজ ফারুক, যুগ্ম -সাধারণ সম্পাদক আজিজুল হক রুবেল সাংগঠনিক সম্পাদক মো: মনছুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার কবির আকাশ, গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন রহমান, নির্বাহী সদস্য হারুনর রশিদ প্রমুখ।

পাঠকের মতামত: