ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার এলজিইডি অফিসের বিতর্কিত কর্মচারীর অত্যাচার-নির্যাতনে দিশেহারা অসহায় পরিবার

মুহাম্মদ ইদ্রিস, কোটবাজার (উখিয়া) ॥

কক্সবাজার এলজিইডি অফিসে কর্মরত উচ্চমান সহকারীর দখলদারিত্ব, চাঁদাবাজী আর মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পড়েছে উখিয়ার এক অসহায় পরিবার। অসহায় ব্যক্তির একমাত্র মাথা গোঁজার টাই সম্বলটুকু জবর দখল করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন বিতর্কিত কর্মচারী তোকাজ্জীবান। তারাই ধারাবাহিকতায় ওই অসহায় পরিবারকে নিঃশেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছেন। যার নং- সি.আর- ৩৪৭/১৫, সি.আর-৩৫৯/১৫ ও সি.আর- ১৪/১৫(উখিয়া)। অথচ, যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা জানেনা তাদের অপরাধ কি? শুধুমাত্র ওই পরিবারের সহায়-সম্পত্তি জোরপূর্বক জবর-দখল করার জন্য হয়রানী করার উদ্দেশ্যে মামলাগুলো দায়ের করা হয়েছে বলে ভূক্তভোগী অসহায় পরিবার অভিযোগ করে জানিয়েছেন। দিনে আনে দিনে খাই যাদের অবস্থা তাদের বিরুদ্ধে সরকারী কর্মচারীর এ ধরনের ঘৃণিত কর্মকান্ডে হতভাগ হয়ে পড়েছে সচেতন মহল। কক্সবাজার এলজিইডি অফিসে কর্মরত দখলবাজ ও মামলাবাজ কর্মচারীর দায়েরকৃত মামলার বুঝা খেয়ে না খেয়ে দিন পার করছে নির্যাতনের শিকার ওই পরিবার। এ বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করে আইনী সহায়তা চেয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে নিপীড়িত পরিবার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার অফিসে কর্মরত বিতর্কিত উচ্চমান সহকারী তোকাজ্জীবানের পক্ষে সাপাই গেয়ে প্রত্যয়নপত্র দিয়ে আরও বেশি বেপরোয়া আচরণে উৎসাহিত করেছেন স্বয়ং নির্বাহী প্রকৌশলী। বিতর্কিত এ কর্মচারী তোকাজ্জীবানকে বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বান্দরবান এলজিইডি অফিসে বদলী করা হলেও অদৃশ্য কারণে তিনি কক্সবাজার অফিসে বসে কর্মকান্ড নির্বিঘেœ চালিয়ে যাচ্ছেন। যে কারণে আরও বেশি বেপরোয়া হয়ে স্থানীয়দের জায়গা-জমি জবর-দখল, জোরপূর্বক চাঁদাবাজী করে যাচ্ছে। ভূক্তভোগীরা বিতর্কিত কর্মচারী তোকাজ্জীবানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন।

জানা গেছে, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী গ্রামের কবির আহমদের পুত্র সাদা-মাটা মানুষ মো: রফিক উল্লাহ। নুন আনতে যার পান্থা পুরে যাই অবস্থা। ইনানী মৌজার তার স্বত্ব দখলীয় একমাত্র সহায় সম্পত্তির উপর লুলুপ দৃষ্টি পড়ে কক্সবাজার এলজিইডি অফিসে কর্মরত উচ্চমান সহকারী তোকাজ্জীবানের। স্থানীয় ক্ষমতাসীন দলের কতিপয় নেতার আস্কারা পেয়ে অসহায় পরিবারের সম্বলটুকু জোরপূর্বক জবর-দখল করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন তিনি। তারই ধারাবাহিকতায় গেল মাসে কক্সবাজার হোটেল-মোটেল জোনে তোকাজ্জীবানের নেতৃত্বে রফিক উল্লাহকে অপহরণ ও অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে উক্ত ভূমিদস্যুচক্রের প্রধান হোতা তোকাজ্জীবান ৫ সেট খালী ষ্ট্যাম্পে দস্তখত নিয়ে নেয়। ভূক্তভোগী রফিক উল্লাহ্ আইনের আশ্রয় নিলে তোকাজ্জীবান প্রতিহিংসা পরায়ন হয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে উক্ত রফিক উল্লাহর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে একের পর এক ৩টি মামলা দায়ের করেন। বর্তমানে অসহায় ও দারিদ্র রফিক উল্লাহ্ এলজিইডি অফিসের দখলবাজ ও চাঁদাবাজ কর্মচারীর দায়েরকৃত মিথ্যা মামলার বুঝা নিয়ে সুষ্ট বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। সরকারী কর্মচারী কর্তৃক নিপীড়নের শিকার অসহায় রফিক উল্লাহ্ সাংবাদিকদের জানান, আমার একমাত্র সহায় সম্বলটুকু জোরপূর্বক কেড়ে নেওয়ার জন্য ভূমিগ্রাসী ও চাঁদাবাজ তোকাজ্জীবান মিথ্যা অভিযোগে তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছেন। অথচ তার অপরাধ কি তিনি নিজেই জানেনা। সরকারী কর্মচারী কর্তৃক নির্যাতনের শিকার রফিক উল্লাহ্ সুষ্ট বিচার প্রার্থনা করে কক্সবাজার জেলা পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা কামনা করেছেন। অভিযোগের বিষয়ে জানার জন্য উচ্চমান সহকারী তোকাজ্জীবানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

####################

উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মুহাম্মদ ইদ্রিস, কোটবাজার (উখিয়া) ॥

কক্সবাজার এলজিইডি অফিসে কর্মরত উচ্চমান সহকারীর দখলদারিত্ব, চাঁদাবাজী আর মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পড়েছে উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুারী (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া। সিনিয়র শিক্ষক রফিক উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা কবি আদিল উদ্দিন চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হাসান, আওয়ামীলীগ নেতা আছহাব উদ্দিন মেম্বার। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে- নুর হোসেন, মো: খাইরুল বশর, কায়সার উদ্দিন চৌধুরী, মনসুর আলম, মো: মোস্তাফা কামাল, পুলিন বিহারী বড়–য়া, কামাল উদ্দিন মিয়া, মো: শাহজাহান, মোক্তার আহমদ, আবদুল আওয়াল, খুরশিদা বেগম, শাহদা পারভিন প্রমুখ। এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, তছলিমা আকতার, জিসান, ইয়াছমিন আকতার, ফয়সাল, জনি, বৃষ্টি বড়–য়া। বিদায় সংলাপ পাঠ করেন শিক্ষার্থী নাওশাদ চৌধুরী। এ সময় বক্তারা বলেন, পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করতে হলে অবশ্যায়ই অধ্যবসায়ী হতে হবে। বক্তারা আগামী দিনের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং বিশ্বায়নের যুগে চ্যালিঞ্জিং মোকাবেলায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

##

মুহাম্মদ ইদ্রিস

কোটবাজার, উখিয়া-কক্সবাজার

০১৮২৪-০১১০২৭

পাঠকের মতামত: