ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে শেকড়ের টানে মিলিত হল চবিয়ান’রা

বিশেষ প্রতিবেদক :

বলতে গেলে শেকড়ের টানে একত্রিত হয়েছিলেন চবিয়ান’রা । একে অপরকে দেখে বিমুগ্ধ হয়েছেন। এ প্রজন্ম দেখেছে তাদের প্রাক্তনদের , প্রাক্তনরা দেখেছে বর্তমানদের। সবারই মুখে ছিল – তুমি চ.বি , আপনিও চ.বি!

হা তাই হল। কক্সবাজারে বসবাসসুত্রে, জন্মসুত্রে , চাকুরীসুত্রে , বৈবাহিকসুত্রে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং পড়ছে তাদের এমন মিলনমেলাটি ঘটে গেল তারকামান হোটেল মিশুকের মেরিডিয়ান রেস্টুরেন্টে । একটা ইফতার মাহফিলকে সামনে রেখে ১১ জুন চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্লাব অফ কক্সবাজার এর আহবানে প্রায় ৩০০ প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী একত্রিত হয়েছিল এখানে। তাদের একটাই কথা – আমরা আবার মিলিত হতে চাই আরো অনেক বড় পরিসরে। আগামী শীতে আয়োজনের ডাক দিয়েছে মিলনমেলার। থাকবে দিনব্যাপী কর্মসূচী। কোন নেতৃত্ব নয় – সবার সমান অধিকারে আমরা মনের টানে মিলিত হব বার বার।

অধ্যাপক আকতার জাহান কাকলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ক্য থিং অং ,একেএম শাহরিয়ার বাবুল , অধ্যাপক আবু মোহাম্মদ জাফর সাদেক ,শিক্ষক মু. নাসির উদ্দিন, রাশেদ মোহাম্মদ আলী , রফিক উদ্দিন ,শিক্ষক মু. জাকারিয়া, অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ , এডভোকেট সৈয়দ রাশেদ উদ্দিন , ডিএফও মাহবুবুল হক, অধ্যক্ষ একেএম ফজলুল হক , এডভোকেট আবদুল কাইয়ুম, অধ্যাপক শাহনুর আকতার , অধ্যাপক সিরাজুল হক সিরাজ, এডভোকেট প্রতিভা দাশ, শিক্ষক রাহাতীল আশেকীন ,শিক্ষক আবু নাসের মহসিন হোসাইন , মুহাম্মদ ইব্রাহিম আল আজাদ , ব্যাংকার হামিদুর রহমান ,অধ্যাপক মোহাম্মদ উল্লাহ ,অধ্যাপক মফিদুল আলম ,ব্যাংকার মাসুদুর রহমান , অধ্যাপক শারায়াত পারভীন লুবনা, এটিএম কামরুল ইসলাম (বিসিএস) , এডভোকেট গোলাম মোস্তফা,এডভোকেট রাশেদ নেওয়াজ ,এডভোকেট নেজাম উদ্দিন , অধ্যাপক হাশেম উদ্দিন, সুজয় বড়ুয়া নিপু, রতন চক্রবর্তী , মোহাম্মদ বিন আবদুল্লাহ , নাজমুল হক , মনসুর আবেদীন , মোরশেদ ছিদ্দিক অভি ,সালাহ উদ্দিন কাদের সহ আরো অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মোহাম্মদ সাকিবুল হক । সঞ্চালনা করেন অধ্যাপক আকতার চৌধুরী ও অধ্যাপক ওমর ফারুক । পবিত্র কোরআন তেলায়াত করেন মোহাম্মদ রাশেদুল ইসলাম ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আনোয়ার জাহেদ। আলোচনা শেষে ইফতার পরিবেশন করা হয় সকল উপস্থিত চবিয়ানদের।

যাদের অক্লান্ত পরিশ্রমে কক্সবাজারস্থ প্রাক্তন ও বর্তমান চবিয়ানদের প্রথম ইফতার পার্টি সফল হয় তাদের মধ্যে ইরফান হোসেন , মিজানুর রহমান মিজান ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির ১নং যুগ্ন আহ্বায়ক,সেলিম চৌধুরী যুগ্ন আহ্বায়ক,সাজ্জাদ হোসাইন যুগ্ন আহ্বায়ককে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয় সভায়।

পাঠকের মতামত: