কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়া হলো না আজিজুল হকের(২৪)| মিরসরাইয়ের জোরারগঞ্জের বারৈয়ারহাট এলাকায় পিকনিকের মাইক্রোবাস উল্টে গেলে প্রাণ হারান এই যুবক।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজিজুল হক নারায়াণগঞ্জের ফতুল্লা থানার শাহী মোল্লা ৫ নম্বর ওয়ার্ডের আব্বাস আলীর ছেলে। মাইক্রোবাসটি নারায়াণগঞ্জ থেকে কক্সবাজার যাচ্ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিটিজিনিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট বাজারের দক্ষিণে কক্সবাজারগামী একটি পিকনিকের মাইক্রোবাস উল্টে যায়। এতে গুরুতর আহত হয় আজিজুল হক।স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
পাঠকের মতামত: