ঢাকা,শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে মুজিববর্ষে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী খেলা শুরু হচ্ছে কাল শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক ::  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০। কাল শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেল ৩টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ খেলা শুরু হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী খেলায় স্বাগতিক কক্সবাজার জেলা ফুটবল দলের মুখোমুখি হবে রাঙ্গামাটি জেলা ফুটবল দল। ইতোমধ্যে জেলাব্যাপী প্রচার-প্রচারণাসহ খেলা মাঠে গড়ানোর সব ধরণের প্রস্তুতির শেষ হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

আজ বৃহস্পতিবার বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ডিএফএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির ও জেলা ক্রীড়া অফিসার আফাস উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় জেলা ফুটবল এসোসিয়শনের পক্ষে সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, নাছির উদ্দিন, ওমর ফারুক, খালেদ আজম বিপ্লবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: প্রথম বারের মতো জাতীয় পর্যায়ের এ খেলার চট্টগ্রাম বিভাগীয় ভেন্যু দেয়া হয়েছে কক্সবাজারে।

পাঠকের মতামত: