ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে চট্টগ্রাম প্রেসক্লাবের স্বাধীনতা উৎসব ও আনন্দ সম্মিলন

বার্তা পরিবেশক ::  কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের স্বাধীনতা উৎসব ও আনন্দ সম্মিলন। পর্যটন নগরীর অভিজাত হোটেল কক্সটুডে‘র সম্মেলন কক্ষে (২৬ মার্চ রাতে) আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন।
চট্টগ্রাম প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্বাধীনতা উৎসব ও আনন্দ সম্মিলনে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল উপস্থিত ছিলেন।
এতে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ ক্লাবের সদস্য এবং তাদের পরিবার-পরিজন অংশ নেন।
উৎসবে র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের সদস্যের বাড়তি আনন্দ দেয়।

পাঠকের মতামত: