ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ওমরায় যাচ্ছিলেন তিনি ১১ হাজার ইয়াবা নিয়ে

নিজস্ব প্রতিবেদক ::  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ হাজার ইয়াবাসহ সৌদিগামী এক যাত্রীকে আটক করেছে নিরাপত্তা বিভাগ। আটক মো. ইউনুস চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।

বিমানবন্দর নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইটযোগে সারজাহ হয়ে জেদ্দা যাওয়ার যাত্রী ছিল ইউনুস। বিমানবন্দরে প্রথম চেকিং পার হওয়ার সময় স্কেনিং মেশিনে ঐ যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ব্যাগ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইউনুসের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান চকরিয়া নিউজকে বলেন, ‘ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীর কাছ থেকে এতোগুলো ইয়াবা উদ্ধার হওয়া বিস্ময়ের। তিনি ওমরাহ হজ্বে যাচ্ছিলেন নাকি মাদক চালানের জন্য হজ্বযাত্রী সেজেছেন বিষয়টি তদন্ত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছি।’

পাঠকের মতামত: