ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

ওআইসির আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলাদেশ তৃতীয় স্থান

DSC00109মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদিআরব:
সৌদি আরব রিয়াদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত চার দিন ব্যাপী ওআইসির ১৫ তম বাণিজ্যমেলায় বাংলাদেশ তৃতীয় স্থান লাভ করেছে।

অর্গানাইজেশন ইসলামিক কনফারেন্স (ওআইসির) অন্তর্ভুক্ত ৩৯ টি দেশ নিয়ে এবার সৌদি আরব রিয়াদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে গত ২২ শে মে থেকে ২৬ শে মে পর্যন্ত ১৫ তম এ মেলা অনুষ্ঠিত হয়।

গত ২৫ মে রাতে ৩৯ টি দেশের পণ্য সামগ্রীর গুনগত মানের উপর ভিত্তি করে ও,আইসির পক্ষ থেকে সন্মাননা প্রধান করা হয় – এতে প্রথম স্থান অর্জন করে সৌদি আরব , ২য় স্থান অর্জন করে মরক্কো এবং তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ ।

বাংলাদেশের পক্ষে সন্মাননা গ্রহন করেন – রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সেলর ডক্টর মোঃ আবুল হাসান

মেলায় উপস্থিত ছিলেন –দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম, রিচ ফর অফরচুনিটির ফাউন্ডার এবং সিও রাইহান ফায়েজ ওসমানী ,বাংলাদেশ পণ্য আমদানি কারক সমিতির সভাপতি মোঃ কাপ্তান হোসেন , বায়রার সভাপতি মোঃ আবুল বাসার , মোঃ আলী হায়দার প্রমুখ।

 

পাঠকের মতামত: