ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এসপিপত্নী হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

RashedNabiচট্টগ্রাম অফিস : আলোচিত পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি রাশেদ ও নুরনবী পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় রাঙ্গুনিয়া উপজেলার রানীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নগর পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো.কামরুজ্জামান দাবি করেন, আসামিদের নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে তাদের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করলে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ ও নূরনবী মারা যায়।

এ ঘটনায় ৩ পুলিশ আহত হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, নিহত রাশেদ মিতু হত্যার নির্দেশদাতা বাবুল আক্তারের সোর্স মুছার ভাগিনা। মুছার পরিবারের দাবী, পুলিশ মুছাকে গ্রেফতার করলেও তা অস্বীকার করছেন। ফলে মুছাকেও পুলিশ ক্রসফায়ারে দিয়েছে বলে সন্দেহ করছে তার তার স্ত্রী পান্না আক্তার।

প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি ওআর নিজাম রোড এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুকে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করে।

 

পাঠকের মতামত: