ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

এসএসসির ফলাফল : চট্টগ্রামে ৭৬ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

অনলাইন ডেস্ক ::  চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের প্রেক্ষিতে বোর্ডকে চ্যালেঞ্জ করে ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে শিক্ষার্থীরা। এসব আবেদনের মধ্যে গণিত এবং ইংরেজির দুই পত্রে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন সবচেয়ে বেশি।

গত বুধবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। গত ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত সময়ে এসব আবেদন জমা পড়ে। পুনঃনিরীক্ষণের ফলাফল ১২ জুন প্রকাশিত হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, বোর্ডের নির্ধারিত সময়ের মধ্যে ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে শিক্ষার্থীরা। পুনঃনিরীক্ষণের জন্য যারা আবেদন করেছে তাদের উত্তরপত্রে নম্বর যোগ বা উঠানোর ক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করে পুনরায় ফলাফল প্রকাশ করা হবে।

 

পাঠকের মতামত: