ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

এমবিবিএস পাশ না করে কেউ প্রেসক্রিপশনে ‘ডাঃ’, ২জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক ::  গাইবান্ধা সদর উপজেলার তুলশিঘাটে নাসিরুল ইসলাম নাজমুল ও কাজী আনোয়ারুল কাদির ইমরান নামের দুই ভুয়া ডাক্তারকে ৬ মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে তুলশিঘাট এলাকায় নিজ নিজ চেম্বারে রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ার সময় হাতে নাতে তাদের আটক করা হয়।

আটক নাজমুল পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের মৃত সুজাউল ইসলামের ছেলে এবং ইমরান তুলশিঘাট গ্রামের আব্দুল আলীর ছেলে।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা বলেন, এমবিবিএস পাশ না করে কেউ প্রেসক্রিপশনে ডাঃ লিখতে পারেন না। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নিজ নিজ চেম্বারে বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে প্রেসক্রিপশনে ডাঃ লিখে বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। অভিযান চালিয়ে চেম্বার থেকে তাদের আটক করা হয়। এসময় তারা কোন সনদ দেখাতে পারেননি।।পরে স্থানীয় লোকজনের উপস্থিতে প্রত্যেকের ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

পাঠকের মতামত: