মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে প্রধান অতিথি না করায় স্থানীয় এক স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পণ্ড হবার খবর পাওয়া গেছে।
সোমবার সকালে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমু বাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। স্কুল প্রাঙ্গণে সকল আনুষ্ঠিকতাও সম্পন্ন হয়। কিন্তু এমপির নির্দেশে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয় বলে জানিয়েছে স্কুল কমিটি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জলিলও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এতে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে চরম হতাশা ও নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনবন্ধু বলেন, ১৬ এবং ১৭ জানুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ জানুয়ারি বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
তিনি জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পার্শ্ববর্তী হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মনীর হোসেনকে প্রধান অতিথি করা হয়। কিন্তু হঠাৎ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেন। এসময় তিনি এমপির ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানকে মোবাইল ফোনে ধরিয়ে দেন। এমপির সহকারী তাকে অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহারও অনুষ্ঠান বন্ধের ব্যপারে একমত পোষণ করেন।
এ ব্যাপারে পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল জানান, ওই বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি মমতাজকে প্রধান অতিথি না করার কারণে অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দেন মমতাজের ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান।
তিনি আরও জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পপতি মনীর হোসেন আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বলে এলাকায় গুঞ্জন রয়েছে। যে কারণে পুরস্কার বিতরণীর ওই অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশ দেয়া হতে পারে। এছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কথাও স্বীকার করেন আবদুল জলিল।
এমপি মমতাজের ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান জানান, বিদ্যালয় সংশ্লিষ্ট উন্নয়নের বিষয়টি বিবেচনা করে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার জন্যে অনুরোধ জানানো হয়েছে মাত্র।
পাঠকের মতামত: