ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

‘এবার সব জায়গায় গরুর হাট বসবে না’

নিউজ ডেস্ক ::  অন্য বছরের মতো এবার সব জায়গায় গরুর হাট বসবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি একথা জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, স্থানীয় সরকার বিভাগের আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কোরবানির পশু ক্রয় বিক্রয় করা যাবে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সকলকে অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ের বিষয়ে উৎসাহিত করেন তিনি। এসময় করোনা ঝুঁকি মাথায় নিয়ে দায়িত্ব পালন করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

পাঠকের মতামত: