ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

এখন নির্বাচন হলে আ.লীগ ২০ আসনও পাবে না

rip_103028সি এন ডেস্ক:
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দাবি করে বলেছেন. এই মুহূর্তে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০টির বেশি আসন পাবে না।

আজ রবিবার বিকেলে পটুয়াখালীর সার্কিট হাউস রোডের সুরাইয়া ভিলায় জেলা বিএনপি আয়োজিত এক কর্মিসভায় বক্তৃতা করার সময় একথা বলেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, মানুষ যখন নিজেদের ইচ্ছেমত সরকার বদল করতে পারেনা, মানুষ যখন তাদের ইচ্ছেমত জন প্রতিনিধি নির্বাচন করতে না পারে, সেখানে যদি ভোট ডাকাতি করে বিনা ভোটে কাউকে বসিয়ে দেয়া হয় তখন মানুষ বঞ্চনা বোধ করে।

মানুষ মনে করে তার অধিকারকে ছিনিয়ে নেয়া হয়েছে। এ সরকার এভাবে বারবার নির্বাচনী প্রহসনের নামে মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে আমরা মনে করিয়ে দিতে চাই জনগন জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌর নির্বাচনে ভোট দিতে পারেনি, ইউনিয়ন পরিষদে যদি ভোট দিতে না পারে তবে হবে চার অর্থাৎ জনগনের চারটি ভোট আপনি হরণ করেছেন । তখন জনগন চারগুন বেশী ভোট দিয়ে সরকারকে পরাজিত করবে।

পাঠকের মতামত: