লোহাগাড়া প্রতিনিধি :: লোহাগাড়ায় একরাতে পৃথক ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম ইউনুছ ও আবদুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চোরেরা আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি ব্রাহ্মণপাড়ার বেরতি মোহন দাশের পুত্র রাখাল দাশের ২টি, মৌলভী পাড়ার মৃত গুরা মিয়ার পুত্র সৈয়দ আহমদের ২টি, বশির আহমদের ২টি ও কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান হাজি পাড়ার নুরুল ইসলামের পুত্র বেলাল উদ্দিনের ৪টি গরু নিয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় তারা রাতে ঘোয়ালঘরে গরু রেখে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে ঘোয়াল ঘরের তালা ভাঙ্গা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা।
এলাকাবাসীরা জানান, লোহাগাড়া উপজেলায় আগে এভাবে গণহারে গরু চুরির ঘটনা ঘটেনি। কিছু স্থানীয় অপরাধীদের সহযোগিতায় পাশ্চবর্তী উপজেলার চিহ্নিত অপরাধীরা লোহাগাড়ায় এসে অসহায় কৃষকদের হালের গরু চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে। এ দিকে দরিদ্র কৃষক পরিবার গুলো হালের বলদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গরু চুরির ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত: