ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

এক কবুতরের দাম ৬০ লাখ টাকা!

download-32অনলাইন ডেস্ক :::
একটি কবুতরের দাম ৬০ লাখ টাকা! শিরোনাম শুনেই ভাবছেন, একটি কবুতরের এত দাম হয় কিভাবে? কিন্তু এমন ঘটনা সত্য। কুয়েতে একটি কবুতর বিক্রি হয়েছে প্রায় দু’ লাখ ৮১ হাজার দিরহামে। বাংলাদেশী টাকায় যার মূল্য ৬০ লক্ষ টাকার মতো। যার এত দাম, সেই কবুতরটির নাম গোলাবি। তবে সে যেমন তেমন কবুতর নয়, তার বিশেষ গুণ আছে। সে চমৎকার অ্যাক্রোব্যাটিক পারফর্ম করতে পারে।

তাই ঢাক-ঢোল পিটিয়ে তাকে বিক্রি করা হয়েছে। নিলামে উঠানোর পরেই একের পর এক ডাক দিয়েছেন ক্রেতারা। সেই নিলামের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। অনেকে এই ঘটনার কড়া সমালোচনাও করেছেন। একজন বলেছেন, একটি কবুতরের দাম এত কিভাবে হয়? যদি এই কবুতরের সোনার পাখনা হত, তাহলেও না হয় মানা যেত!

সূত্র: কলকাতা নিউজ ২৪

 

পাঠকের মতামত: