ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

‘একাদশ নির্বাচনের মতো নতুন খেলা শুরু করলে কঠিন খেসারত দিতে হবে’

অনলাইন ডেস্ক ::  আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই এ ব্যবস্থা করতে হবে। যদি তিনি একাদশ সংসদ নির্বাচনের মতো নতুন খেলা শুরু করেন তাহলে কঠিন খেসারত দিতে হবে।’

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে দলের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী জেলার আহ্বায়ক কায়কোবাদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান গিয়াস উদ্দিন, দলের আসন্ন চতুর্থ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় সংগঠক ইমরাদ জুলকারনাইন ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জোনায়েদ সাকি বলেন, ‘দল হিসেবে আমরা ছোট হতে পারি। কিন্তু আমাদের নৈতিক শক্তি অনেক বেশি। বিএনপির নৈতিক শক্তি নেই বলেই তারা আন্দোলন-সংগ্রামে পিছিয়ে আছে। আর যারা ভাবেন, আওয়ামী লীগের পতন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এ যুক্তি দেখিয়ে তারাও আন্দোলন সংগ্রামে নামছেন না। এ সুযোগে ২০২৩ সালের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র শুরু করেছেন।’

পাঠকের মতামত: