ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল

বু েডওৃমচকরিয়া নিউজ ডেস্ক ::
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩ এপ্রিল। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সাধারণ ৮টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন শেষ হবে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এইচএসসির ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবছর থেকে এ পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিটের বিরতি থাকবে। এ বছর এসএসসি পরীক্ষায়ও এ পদ্ধতি চালু করা হয়েছে।

পাঠকের মতামত: