ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৭ জুলাই

অনলাইন ডেস্ক :: আগামী ১৭ জুলাই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর হাতে ফল তুলে দেবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান। এরপর প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ওইদিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেওয়া হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১১ মে। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

গত বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

পাঠকের মতামত: