ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

উন্নয়নের ফাঁকা বুলি: ইমরান

image_156404_0নিউজ  ডেস্ক  :::

ঢাকা: রাজধানী ঢাকায় “উন্নয়নের ফাঁকা বুলি আছে কিন্তু খাল-বিল উদ্ধারে কোনো তৎপরতা নেই” বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রোববার দুপুরে নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুকে দুইটি ছবি পোস্ট করে ইমরান সরকার লিখেছেন, “এটাকে ভোগান্তি না বলে উন্নয়নের জোয়ারও বলা যায়, কি বলেন? ঢাকা শহর ও তার আশপাশের খাল-বিলে এতোটা উন্নতি হয়েছে যে, খালের মাঝখানেও এখন বিশ তলা বিল্ডিং। এর ফলাফল, সামান্য বৃষ্টি হলেই পুরো শহর পানির নিচে।”

তিনি লিখেন, “উন্নয়নের ফাঁকা বুলি আছে কিন্তু খাল-বিল উদ্ধারে কোনো তৎপরতা নেই। অবশ্য দখলদারদের কাছে উদ্ধারের প্রত্যাশা হাস্যকরও বটে!”

পাঠকের মতামত: