ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উন্নতমানের রিপার মেশিনে ধান কাটছে লামার কৃষক

333মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :::

লামা কৃষি অফিসের উদ্যোগে ৩০ শতাংশ ভর্তুকীতে কৃষকের মাঝে ধান কাটার উন্নত মানের রিপার মেশিন বিতরণ করা হয়েছে। ২ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলার সরই ইউনিয়নের ভরা গোদা এলাকা চাষী মোঃ ইউচুপ ডিলার ও নুরে আলমকে এ মেশিন বিতরণ করা হয়।

সরই ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান বি.এফ.এ এর প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন ডিলার, উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা রতন কুমার দেব, অভিজিত বড়–য়া, লোহাগাড়া উপজেলার কৃষি বিভাগের উপ-সহকারী মোঃ জাফর আলম, মনির হোসেন, সুরেশ কান্তি বসাক প্রমুখ।

প্রধান অতিথি এ সময়  বলেন, সরকারী ভাবে এ উন্নত মানের ধান কাটার রিপার মেশিন কৃষকরা ৩০ শতাংশ ভর্তুকীতে কিনতে পারবে যে কেউ। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে হবে।

পাঠকের মতামত: