ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

উত্তর কোরিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আতঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক :;kor

উত্তর কোরিয়া গভীর সাগর থেকে আরো অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে! সম্প্রতি এমনটাই আশঙ্কা প্রকাশ করলো মার্কিন সামরিক বিষেজ্ঞরা। সাবমেরিন থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিয়ংইয়ং চালাতে পারে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সামরিক বিষেজ্ঞরা সিএনএনকে জানান, গত ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে উত্তর কোরিয়ার ৬৫ মিটার দীর্ঘ একটি সাবমেরিনের অস্বাভাবিক তৎপরতা নজরে পড়েছে। এর আগে আন্তর্জাতিক সমুদ্রসীমার যেখানে একে দেখা গিয়েছিল, এবারে এটি তার চেয়ে অনেক বেশি দূরে গেছে। এটি জাপান সাগরের ৬২ মাইল ভেতরে অবস্থান করছে।

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ডুবোজাহাজের এমন অস্বাভাবিক আচরণ দেখে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন বাহিনী তাদের সতর্কতার মাত্রা খানিকটা বাড়িয়ে দিয়েছে। নজরদারির মাধ্যমে এর ওপর চোখ রাখছে ওয়াশিংটন। গত ৪ জুলাই উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এই পরীক্ষাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন আমেরিকার জন্য স্বাধীনতা দিবসের উপহার হিসেবে অভিহিত করেছিলেন। এ ছাড়া মার্কিনীদের জন্য ছোট-বড় আরো অনেক উপহার পাঠানো হবে বলেও উল্লেখ করেছিলেন তিনি।

পাঠকের মতামত: