ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

উচ্চ আদালতের রায় স্থগিত, বৈধই থাকলো আব্দুল খালেকের প্রার্থীতা

নিউজ ডেস্ক :: শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল খালেক চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর একটায় চেম্বার জজ আদালতের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী এই রায় দেন। এই রায়ের মাধ্যমে আব্দুল খালেক চৌধুরীর নির্বাচন করায় আর কোনো বাধা রইল না। আব্দুল খালেক চৌধুরীর আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নদী দখলের অভিযোগ এনে আব্দুল খালেকের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টের সুপ্রিম কোর্ট ডিভিশনে ২১ নম্বর কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন অপর প্রার্থী নুরুল হক। ওই রিট পিটিশনের ভিত্তিতে গতকাল বুধবার আব্দুল খালেক চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছিলেন ওই আদালত। কিন্তু আব্দুল খালেক চৌধুরী প্রকৃতপক্ষে নদী দখল করে না হওয়ায় ওই রায়ের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করেন তিনি। আপিল শুনানিতে আব্দুল খালেক চৌধুরীর দখলে থাকা জমি খতিয়ান ভুক্ত হওয়ায় তার প্রার্থীতা বহাল রাখেন চেম্বার জজ আদালত।

পাঠকের মতামত: