ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ৫

উখিয়া প্রতিনিধি ::  কক্সবাজারের উখিয়ায় সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছে আরো ৫জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রত্নাপালং ইউনিয়ন পরিষদের সামনে ভালুকিয়াগামী অটোরিক্সা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত নারী ভালুকিয়া গ্রামের অমূল্য বড়–য়ার স্ত্রী ঊষা বড়–য়া(৩৮)।

নিহত ঊষা বড়ুয়া’র একমাত্র ছেলে মুন্না জানিয়েছেন, তার বড় বোনের উপলক্ষে আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে তার মা।

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক মো: সোনালী (৪৫)। তাকে উদ্ধার করে স্থানীয় অরিজিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক অপরাপর আহতদের পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল মনসুর বলেন, কোটবাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহতের বিষয়টি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

পাঠকের মতামত: