ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় সরকারি নির্দেশ অমান্য করায়, ১০ দোকানদারকে জরিমানা

কায়সার হামিদ মানিক,উখিয়া ::

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উখিয়ায় সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যিবিধি এবং সামাজিক দুরত্ব বজায় না রেখে ক্রয়-বিক্রয় অব্যাহত রাখায় ১০ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী উখিয়ার কোটবাজার, থাইংখালী বাজার,পালংখালী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় হ্যান্ডসেনিটাইজার ব্যবহার না করা,মাক্স পরিধান না করা এবং শারিরিক দুরত্ব বজায় না রেখে বেচা বিক্রির অভিযোগে ১০ দোকানদারকে ১ লাখ ৪৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

এ সময় তিনি সকলের উদ্দেশ্য বলেন,করোনা মোকাবিলায় নিজ বাড়িতে থাকুন,আজকে যাদের জরিমানা করা হয়েছে তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দেয়া হয়েছে।এর মাধ্যমে কিন্তু বাকিদের সতর্ক করে দেয়া হয়েছে। সরকারি নির্দেশ না মানলে কিন্তু শাস্তি আরো কঠোর করা হবে।সময় থাকতে সংশোধন হউন।

এসব স্টেশনে আগত জনসাধারণকেও সচেতনতার পরামর্শ প্রদান করে বলেন,আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি,সবাই সুস্থ থাকি, সবাই মিলে করোনা প্রতিরোধ করি।

পাঠকের মতামত: