ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১২ দোকানে ২লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

কায়সার হামিদ মানিক, উখিয়া ::
উখিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপেজলা প্রশাসন।২১ মার্চ শনিবার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১২ টি কাঁচা তরকারি ও মুদির দোকান মালিককে অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে ২লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন উখিয়া উপজেলা ভূমি কমিশনার আমিমুল এহেসান খান।
তিনি জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। তাই অনেকে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে রাখছে। এই সুবাধে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বেশি নিচ্ছে। যারা দাম বেশি নিচ্ছে তাদেরকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও যেন, ভোক্তাদের অসুবিধা না সে ব্যাপারে উপজেলা প্রশানের নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার থাইংখালী বাজারে ৪ দোকানে ৫৫ হাজার, পালংখালী বাজারে ২ দোকানে ৭৫ হাজার, মরিচ্যা বাজারে ৫ দোকানে ১লাখ ১৫ হাজার এবং কোটবাজার ১ দোকানে ২০ হাজার টাকা সহ মোট ২লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যহত থাকবে।

পাঠকের মতামত: