ফারুক আহমদ, উখিয়া :: উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের সৌদি প্রবাসী নুরুল আলমের স্ত্রী নাসিমা আকতার (২৩) ৩ ধরে নিখোঁজ রয়েছে। প্রবাসীর স্ত্রী নিখোঁজের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
উখিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ প্রবাসীর স্ত্রীকে হন্য হয়ে সম্ভাব্য স্থানে খুঁজছেন। তবে কোট বাজার স্টেশনের অরজিন হাসপাতালের নিচে একটি সিসি ক্যামেরার ৭ মিনিটের ফুটেজ ওই গৃহবধূর একজন যুবকের সাথে সিএনজিযোগে চলে যাওয়ার দৃশ্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ।
জানা যায়, জালিয়া পালং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামের হাজি আনু মিয়ার ছেলে নুরুল আলমের (৩৫) সাথে রাজা পালং গ্রামের আজিজুর রহমানের কন্যা নাসিমা আকতারের মধ্যে সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের ৯ বছরের সংসারে ৭ বছরের নিশুমনি নামের একজন কন্যা সন্তান রয়েছে ।
গ্রামবাসীরা জানান, নুরুল আলম বিগত ১৫ বছর ধরে সৌদি আরবে প্রবাসজীবন অতিবাহিত করে আসছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বাপের বাড়ি যাবার কথা বলে গৃহবধূ টমটম যোগে শশুর বাড়ি থেকে রওনা দেয়।
দেবর মনজুর আলম জানিয়েছেন , সেই দিন বিকেলে খবর আসে সে বাপের বাড়ি যায়নি। তিনি আরও বলেন বড় ভাই নুরুল আলম বর্তমানে সৌদি আরবে অবস্থান করার সুযোগে তার স্ত্রী নাসিমা বাড়ি থেকে স্বর্ণ অলংকার টাকাপয়সা ও মূল্যবান কাপড়চোপড় সহ সবকিছু নিয়ে গেছে। শুধু তাই একমাত্র শিশু কন্যাকে একদিন আগে নানার বাড়িতে পৌঁছে দেয়।
টমটম চালকের ভায্য গৃহবধূ সেইদিন বাপের বাড়িতে না গিয়ে কোটবাজার পেট্রোলপাম সংলগ্ন অরজিন হাসপাতালে চিকিৎসার কথা বলে নেমে যান। এদিকে টমটম চালকের ভায্য অনুযায়ী বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন যৌথ ভাবে রবিবার ১৪ ফেব্রুয়ারি অরজিম হাসপাতালের নিচে বসানো সিসি ক্যামরার ৭ মিনিটের ফুটেজ সংগ্রহ করেন। উক্ত ফুটেজে দেখা যায়, প্রবাসীর স্ত্রী মোবাইল ফোনে কার সাথে একাধিক বার কথা বলতে। একটুপর গেঞ্জি পরা এক যুবক এসে ব্যাগেজ ও ল্যাগেজ গুলো হাতে নেন এনং দু জন সিএনজি তে উঠে । পাশের আরেকটি সিসি ক্যামেরায় দেখা গেছে, সিএনজিটি কোটবাজার স্টেশন হয়ে উত্তর দিকে চলে যায়। স্থানীয় সিএনজির ড্রাইভার গণ জানান গাড়িটি রামু এলাকার।
প্রবাসী নূরুল আলম মোবাইল ফোনে বলেন, পানির ছড়ার ভারুয়াখালী এলাকার মোহাম্মদ হোসনের সাথে সৌদি আরবে একসাথে কাজ করতে গিয়ে বন্ধুত্বের সম্পর্ক হয়। সেই সুবাদে দু পরিবারের সদস্যরা একে অপরের বাড়িতে দাওয়াতে বেড়াতে যায়। তিনি আরও বলেন , মোহাম্মদ হোসনের ছেলে জাকারিয়া আমার বাড়িতে বেড়াতে যায় কিছু দিন আগে। সেই থেকে আমার স্ত্রী নাসিমা তার সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতে থাকে এমন অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের। সকলের অভিমত পরকীয়ায় আসক্ত হয়ে জাকারিয়ার হাতধরে প্রবাসীর স্ত্রী নাসিমা পালিয়ে গেছে।
এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। থানার ডিউটি অফিসার জানান প্রবাসীর স্ত্রীর নিখোঁজ বিষয়টি তদন্ত করা হচ্ছে ।
প্রকাশ:
২০২১-০২-১৫ ১৬:৩৪:৫৪
আপডেট:২০২১-০২-১৫ ১৬:৩৪:৫৪
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
পাঠকের মতামত: