ফারুক আহমদ, উখিয়া :: উখিয়ায় গত দুই দিন ধরে প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে অন্তত ৩০ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে ২ হাজার পরিবার। ঝড়ে ২০ টি কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পানির প্রবল স্রোতে গ্রামীন সড়ক গুলো লন্ডভন্ড হয়ে চলাচল অনুপযোগী হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ পালংখালী ইউনিয়ন সহ কয়েক টি ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন করছেন।
সরজমিন পরিদর্শনে দেখা যায় , উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা চৌধুরী পাড়া , ধুরমখালী, নাপিত পাড়া, গোরাইয়ার দ্বিপ, উত্তর বড়বিল , পাতাবাড়ি, রত্না পালং ইউনিয়নের সাদৃকাটা, পশ্চিম রত্না, ভালুকিয়া পালং , গয়াল মারা, চাকবৈটা, তুলাতুলি, থিমছড়ি, জালিয়া পালং ইউনিয়নের জুম্মা পাড়া , পাইন্যাশিয়া, চর পাড়া , সোনার পাড়া , সোনাইছড়ি, ইনানী, মনখালী, রাজা পালং ইউনিয়নের তুতুরবিল, পিনজিরকুল, সিকদার বিল, মালভিটা, ফলিয়া পাড়া, হারাশিয়া, টাইপালং, দরগাহবিল, পুকুরিয়া, মাছকারিয়া, কুতু পালং ও পালং খালী ইউনিয়নের বালু খালী, থাইংখালী , আনজুমান পাড়া , রহমতের বিল ও পালংখালী সহ ৪০ টি গ্রাম প্লাবিত হয়েছে। শত শত বসত ঘরে পানি ডুকে পড়েছে । পালং খালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, অসংখ্য চিংড়ি ঘেরে পানি ডুকে তলিয়ে গেছে। এতে করে লক্ষ লক্ষ টাকার মাছ পানিতে ভেসে গেছে।
অপরদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ৫ টি ইউনিয়নের আমন চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী শিয়ালিয়া পাড়ায় (বিজিবি ক্যাম্পের দক্ষিণ- পশ্চিমে) হানিফের ছেলে মোঃ ইউনুস ও বক্তার আহমদের কন্যা শাহীনা আক্তারের বসতবাড়ি প্রবল বর্ষণে পাহাড়ধ্বসে বিধ্বস্ত হয়েছে। মাটিচাপা ও ধ্বসে লন্ডভন্ড হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রাা।
পাঠকের মতামত: