ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

ফারুক আহমদ , উখিয়া ::  উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া গ্রামের রাশেদা বেগম (২৮) নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামীর নাম রশিদ আহমদ ।
উখিয়া থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে এস আই হালিম ও সঙ্গীয় পুলিশ ফোর্স  ১৭ আগষ্ট সোমবার রাতে স্বামীর বাড়ী হতে নিহত স্ত্রী রাশেদা বেগমেের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় পল্লী চিকিৎসক মকবুল আহমদ জানান স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। নিহত গৃহবধূ চার সন্তানের জননী।
নিহতের পিতা আমার মেয়ে রাশেদা বেগম কে যৌতুকের দাবিতে স্বামী রশিদ আহমদ প্রায় সময় শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। পরিবারের অভিযোগ যৌতুকলোভী স্বামী পিটিয়ে স্ত্রীকে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় গৃহবধূ শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্থানীয় জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গৃহবধুর লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন। নিহতের বাপের বাড়ি রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নেে বলে জানা গেছে।

পাঠকের মতামত: