ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ সংঘর্ষে নিহত ৪ জনের মধ্যে দুজন স্থানীয় নাগরিক

ফারুক আহমদ, উখিয়া :: কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহতদের পরিচয় মেলেছে। নিহতের ৪ জনের মধ্যে ২ স্থানীয় বাসিন্দা রয়েছে।

মঙ্গলবার ৬ অক্টোবর রাতে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪ জনের মধ্যে দুইজনই স্থানীয় নাগরিক। তাদের একজনের নাম নুরুল হুদা এবং আবুল বশর। নুরুল হুদা নোহা গাড়ির চালক ও বশর তার সহযোগী। দুজনের বাড়িই টেকনাফর হ্নীলা এলাকায়। নিহত অপর দুইজন শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী মুন্নার ভাই। একজনের নাম গিয়াস উদ্দিন আরেকজনের নাম ফারুক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পরে সংঘর্ষে শুরু হলে সন্ত্রাসী মুন্নার পরিবারের কিছু সদস্য একটি মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়া চেষ্টা করে। তখন প্রতিপক্ষরা ঐ গাড়িতে হামলা চালায়। এই সময় গাড়িতে থাকা চালক ও হেল্পার হামলার স্বীকার হয়ে মারা যায়।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোঃ আলী জানিয়েছেন, নোহা গাড়ীর চালক নুরুল হুদা এবং আবুল বশর তার এলাকার বাসিন্দার। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি ঐ দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

পাঠকের মতামত: