ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

ঈদ আনন্দে লাচ্ছা সেমাই, কি খাচ্ছি আমরা!

lassaআপনি যে সেমাই খেয়ে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নেবেন, হলফ করে বলা যায়, সেই সেমাই ঘিয়ে ভাজা নয়- পোড়া পাম অয়েলে ভাজা। তৈরি হয়েছে নোংরা নর্দমায় ঠাসা পরিবেশে।

আর যে ব্র্যান্ড দেখে কিনছেন, অনেক ক্ষেত্রেই সেটি সেই ব্র্যান্ডের-ই না।

আসছে ঈদে এমনই লাচ্ছা সেমাই পৌঁছে যাবে আপনার-আমার সবার ঘরে ঘরে। কী খাচ্ছ আমরা- লাচ্ছা নাকি অন্য কিছু। ভাদ্যে ভেজাল নিয়ে নিউজ টোয়েন্টিফোর এর একটি বিশেষ ধারাবাহিক প্রতিবেদন। এ প্রতিবেদনে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি নানা খাদ্য ও ভোক্তা স্বার্থরক্ষাবিরোধী এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য প্রশাসন-সহ সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রিপোর্ট করেছেন ফখরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন ইব্রাহিম আজনবি।

 

পাঠকের মতামত: