ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ঈদের দিনেও খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক ::

পবিত্র ঈদুল আজহার দিনেও কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী এতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে রিজভী বলেন, ঈদুল আজহার দিনেও দেশনেত্রীর মনে আনন্দ নেই। জনগণের প্রিয় নেত্রীকে অন্যায় ও অবিচারমূলকভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে। ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে দিন দিন তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছেন গণতন্ত্রের আপসহীন নেত্রী।

এতে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, ছাত্রদল ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ আরো অনেকে।

পাঠকের মতামত: