ঢাকা,শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

ঈদগাঁও-ঈদগড় সড়কে এবার কলেজ ছাত্রকে অপহরণ

অপহ্নত কলেজ ছাত্র মোঃ আব্দুল্লাহ
কক্সবাজার অফিস ::  ঈদগাঁও-ঈদগড় সড়কের গজালিয়া ঢালায় যাত্রীবাহী মিনি টমটম থেকে এক কলেজ ছাত্রকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহ্নত ছাত্রের নাম মোঃ আব্দুল্লাহ (২০)।

সে ঈদগড় পুর্ব হাসনাকাটা গ্রামের আলী হোছন সন্তান এবং ডুলহাজারা কলেজের অধ্যানরত ছাত্র।
জানা যায়, মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৭ টায় মিনি টমটম যোগে কলেজ পড়ুয়া ছাত্র মোঃ আব্দুল্লাহ সহ অন্যান্য যাত্রীরা ঈদগাঁও যাচ্ছিল। প্রতি মধ্যে গজালিয়া ঢালা এলাকায় গেলে উৎপেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা ব্যারিকেড দিয়ে গাড়ীটি থামিয়ে কলেজ ছাত্র মোঃ আব্দুল্লাহকে অপহরণ করে গহীণ বনে নিয়ে যাই।
দীর্ঘ দিন বিরতির পর সড়কে সন্ত্রাসীরা আবারো অপহরণের ঘটনায় ঈদগাঁও-ঈদগড় সড়কে যাতায়াতকৃত যাত্রীরা শঙ্কিত। অপহ্নত কলেজ ছাত্রকে উদ্ধারে দ্রুত অভিযান দাবী করছেন ঈদগড়বাসী।

পাঠকের মতামত: