ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে ৩ বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকা

mail.google.comসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ২০ ফেব্রুয়ারী ::

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামপুরে পল্লী বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল পৌনে ৯ টায় বর্নিত ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর খান ঘোনা কাচারী পাহাড় গ্রামে ঘটে এ ঘটনা। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। তারা ঈদগাঁও পল্লি বিদ্যুতের খাম খেয়ালীপনার কারনে এ অগ্নি দূর্ঘটনা ঘটেছে বলে দাবী করছেন। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঈদগাঁও পল্লি বিদ্যুৎ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া মিটার ও সংযোগ বিচ্ছিন্ন করেছেন বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রত্যক্ষদর্শী স্থানীয় নওশাদ খান রুকন জানান, সকাল পৌনে ৯ টার সময় প্রবাসি সালাহ উদ্দিন মিন্টুর বসতবাড়ির লাগোয়া পল্লিবিদ্যুতের খুঁটি থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় তিনি আগুনে লেলিহান শিখা দেখে শোর চিৎকার করলে এলাকাবাসি এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ততক্ষনে ৩ বসতঘর সম্পুর্ণ ভস্মিভূত হয়। পরিবারের লোকজন ঘরের বাহিরে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে রয়েছে বর্ণিত এলাকার হাফেজ বেদারুল ইসলামের পুত্র প্রবাসি সালাহ উদ্দিন মিন্টু, মৃত আবদু শুক্কুরের পুত্র মো: ইউনুছ, মোহাম্মদ ইদ্রীসের বসতঘর। তাদের মধ্যে সালাহ উদ্দিন মিন্টুর পরিবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, তার বসতবাড়ির আলমিরায় রক্ষিত প্রায় ৬ লাখ টাকা, ২টি ফ্রীজ, ২টি টিভি, ১৫ ভরি স্বর্ণালংকার, ও মূল্যবান কাপড় চোপড় সহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তার পাশ্ববর্তী পরিবার মো: ইউনুছ ও মো: ইদ্রীস জানান, আগুনে তাদের মূল্যবান আসবাবপত্রসহ মেয়ে বিয়ে দেয়ার জন্য রক্ষিত ৫০ হাজার টাকাও পুড়ে ছাই হয়েছে। স্থানীয়রা প্রানপন চেষ্টা করেও বিদ্যুতের ভয়ে আগুন নিয়ন্ত্রন করতে পারেনি। এসময় তারা কয়েক দফে ঈদগাঁও পল্লি বিদ্যুৎ অফিসে লাইন বন্ধ করার জন্য ফোন করলে কর্তব্যরত কর্মকর্তারা তা আমলে নেয়নি বলে অভিযোগ এলাকাবাসির।

তারা জানায় পল্লিবিদ্যুৎ অফিসে ঝুকিপূর্ণ এ খুঁটির জন্য কয়েক দফে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তারা আজকাল করে সময়ক্ষেপন করায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। এর আগেও কয়েক দফে এ খুঁটিতে সর্টসার্কিটের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। তারা বিষয়টি স্থানীয় পল্লিবিদ্যুৎ অফিসে জানালেও কর্মকর্তারা তা কর্ণপাত করেনি বলে জানান। এ ঘটনায় ভোক্তভোগী পরিবারের লোকজন ঈদগাঁও পল্লি বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি কক্সবাজার সদর রামু আসনের এমপি আলহাজ্¦ সাইমুম সরওয়ার কমলের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: