ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

ইয়াবা পাচার রোধে, কঠোর অবস্থানে বিজিবি আটক হলো দুই পাচারকারী

গিয়াস উদ্দিন ভুলু টেকনাফ  ::07

টেকনাফ ২ বিজিবি সদস্যদের ইয়াবা পাচার রোধে কঠোর ভুমিকা অব্যাহত মাত্র ২ ঘন্টার ব্যবধানে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক করলো দুই পাচারকারীকে।

বিজিবি তথ্য সুত্রে জানা যায়, টেকনাফ দমদমিয়া বিওপির সু-দক্ষ সৈনিকেরা যাত্রীবাহি দুটি গাড়ীতে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

গতকাল ১৯ এপ্রিল সকাল ৯ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি গাড়ী থেকে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরীককে আটক করে। অপরদিকে ঠিক দুই ঘন্টা পর একই বিওপির সদস্যরা যাত্রীবাহি একটি ¯েপশাল গাড়ীতে তল্লাশী করে ৯ হাজার, ৫০০ পিস ইয়াবাসহ সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার আবুল কাসেমের পুত্র মোঃ আব্দুল্লাহকে আটক করতে সক্ষম হয়। অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আবুজার আল জাহিদ। ইয়াবাসহ আটক দুই পাচারকারীকে টেকনাফ থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরো বলেন টেকনাফ সীমান্ত এলাকায় ইয়াবা পাচার প্রতিরোধে কঠোর ভুমিকা পালন করছে বিজিবি সদস্যরা ইয়াবাপাচারকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: