ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরি

image_157869_0নিজস্ব প্রতিনিধি  ::

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে অবস্থিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের এক লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ মিলেছে।
বৃহস্পতিবার বিকেলে ওই চুরির ঘটনা ঘটে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোস্তফিজুর রহমান নতুন বার্তাকে জানান, বৃহস্পতিবার বিকেলে মনোজ সাহা নামে এক ব্যক্তি ব্যাগে করে এক লাখ টাকা জমা দিতে ব্যাংকে আসেন। তিনি লাইনে দাড়িয়ে ছিলেন। এ অবস্থায় দুর্বৃত্তরা তার ব্যাগ কেটে টাকা নিয়ে পালিয়ে যায়। সিসি টিভির ফুটেজে ব্যাগ কেটে টাকা চুরির বিষয়টি জানা গেছে বলেও শাখা ব্যবস্থাপক।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন নতুন বার্তাকে জানান, এখনো থানায় কেউ অভিযোগ করেনি।
টাকার মালিক রফি উদ্দীন জানান, তার ম্যানেজার টাকা জমা দিতে গেলে ব্যাগ কেটে দুর্বৃত্তরা টাকা নিয়ে গেছে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।
উল্লেখ্য, গত ২৯ মে ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে পূবালী ব্যাংকের সিড়ির মধ্য থেকে গুলি করে নগদ দশ লাখ আট হাজার টাকা ও চার লাখ পঞ্চাশ টাকার চেক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সন্ত্রাসীতের গুলিতে আহত হন, শহরের হামদহ রেজাউল পেট্রোল পাম্পের ম্যানেজার হাসান ফারুক।
পুলিশ এ ঘটনায় চার জনকে গ্রেফতার করলেও টাকা উদ্ধার হয়নি। ছিনতাই হওয়া মাত্র ৫০ হাজার টাকা উদ্ধারের দাবি করছে পুলিশ।

পাঠকের মতামত: