ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

ইবরাহিমের কন্যা নির্বাচনী প্রচারণায় মহিলা ভোটারদের আকর্ষণ বেড়েছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটের উত্তাপ ও আলোচনা সমালোচনা তুঙ্গে। কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত (হাত ঘড়ি) প্রার্থী মেজর জেনারেল (অব) ইবরাহিম বীর প্রতীকের কন্যা শারমিন ফাতেমা (ইন্না) নির্বাচনের মাঠে নেমেছে।

নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে হাত ঘড়ির প্রার্থী মেজর জেনারেল ইবরাহিম স্ব পরিবারে চকরিয়া পৌরসভার ফুলতলায় অবস্থান করছে। প্রতিদিন সেখান থেকে চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন।

বিভিন্ন নারী উদ্যোক্তা ও সংগঠকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন, তাছাড়া প্রায় মহিলা সমাবেশে গঠনমূলক আলোচনা রেখে মহিলা অঙ্গনে তার পিতার পক্ষে দৃড় ভূমিকা রাখছেন।
শারমিন ফাতেমা ইন্না,দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্লাব ও সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে।

পাঠকের মতামত: