ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ইতিহাস গড়লেন কেটি পেরি

অনলাইন ডেস্ক ::20

সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে সবার আগে ১০ কোটি অনুসারী তৈরি করে ইতিহাস গড়লেন মার্কিন পপ তারকা কেটি পেরি। টুইটারের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন দ্য গার্ডিয়ান।

শুক্রবার টুইটার এক বার্তায় বলে, ‘আজকের দিনে আমরা একটি ইতিহাস প্রত্যক্ষ করলাম’।
বার্তায় সবার আগে ১০ কোটি অনুসারী তৈরি করায় কেটিকে অভিনন্দন জানানো হয়।

পরে টুইটের জবাব দেন কেটি। তিনি লেখেন, সর্বদা আমার মন্তব্য প্রচারের সুযোগ করে দেওয়ার জন্য টুইটারকে ধন্যবান।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে টুইটারে যোগ দেন কেটি। এই সময়ে তিনি ৮ হাজার ৫০০ বার টুইট করেন।

এদিকে সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারের টুইটারে অনুসারীর সংখ্যা ৯ কোটি ৭০ লাখ। অপরদিকে, কেটি পেরির প্রতিদ্বন্দ্বী পপ গায়ক টেইলর সুইপটের অনুসায়ী ৮ কোটি ৫০ লাখ।

পাঠকের মতামত: