ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় জীববৈচিত্র ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ের আশংকা

da20edcf469f4db587ba857dc35a7468-12lama-pic-27-11-16অলি উল্লাহ রনি, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া-ডুলহাজারায় অনুমোদন বিহীন ৫ ইট ভাটার নির্গত কালো ধোঁয়ায় এলাকার পরিবশে বিষিয়ে উঠেছে। বাতাসের সাথে ইট ভাটার নির্গত ধোঁয়া মিশে গিয়ে চরম হুমকির মুখে পড়েছে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের জীববৈচিত্র্য। বির্বণ হচ্ছে পার্কের সবুজ গাছপালা। ইটভাটার ধোঁয়ার কার্বন ধুলা পানিতে পড়ে পার্কের জলজপ্রাণির ক্ষতি করছে। ভাটা গুলো বনাঞ্চলের ভিতরে গড়ে তোলার কারনে সাফারি পার্ক ও পার্ক লাগোয়া বনাঞ্চলের মুল্যবান গাছপালা প্রতিবছর উজার হচ্ছে। এখন ওই এলাকায় সরকারী সংরক্ষিত বনাঞ্চল প্রায় উজার হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এসব ইট ভাটা সমুহে পুড়ানো হচ্ছে বনাঞ্চলের মুল্যবান কাঠ। বাদ যাচ্ছেনা স্থানীয় সামাজিক বনায়নের কচিকাঁচা বৃক্ষা। এতে চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে উপকারভোগী লোকজন। প্রতিযোগিতার মাধ্যমে চলছে ভাটা লাগোয়া এলাকায় কক্সবাজার উত্তর বনবিভাগ ও লামা বনবিভাগের পাহাড় কাটার মহোৎসব। প্রশাসন ও বনবিভাগের সংশ্লিষ্টরা প্রতিবছর ইট ভাটা মৌসুমে ভাটা মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের নগদায়ন নেয়ায় প্রকাশ্য দিবালোকে এসব পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড অব্যাহত থাকলেও তাদের বিরুদ্ধে আইনী কোন ব্যবস্থা নিচ্ছেনা। এরফলে প্রতিবছর প্রাকৃতিক ভাবে বিলুপ্ত হচ্ছে এলাকার প্রতিবেশ। জানা গেছে, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বগাচত্বর এলাকায় প্রায় ৯শত হেক্টর বনাঞ্চলকে ২০০০সালে সরকার বঙ্গবন্ধু সাফারী পার্কটি প্রতিষ্টা করেন। প্রতিষ্টার পর থেকে সরকার পার্কের সৌন্দর্য্য বর্ধন ও পর্যটকদের আকৃষ্ট করতে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে হরেক প্রজাতির জীব জন্তুর সংগ্রহ, এসবের আবাসস্থল সৃষ্টি, বাউন্ডারি, আলাদা আলাদা বেষ্টনী, রেষ্ট হাউস, বাংলো, মিউজিয়াম, ষ্টুডেন্ট ডরমেটরী, অকির্ড হাউজ, এনিমেল ফিডিং স্পট, পর্যবেক্ষণ টাওয়ার, বানায়ন, আভ্যন্তরিন সড়কসহ নানাস্থাপনা, পশুপাখির মোরাল নির্মাণ করে মনোরম ও দৃষ্টি নন্দন করে তুলেছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের উধর্বতন মহলের সহায়তায় পার্ক কতৃর্পক্ষ ইতোমধ্যে এ পার্কে পৃথিবীর নানা দেশ থেকে বিভিন্ন প্রজাতির জীব জন্তু, পশুপাখি সংগ্রহ করেন। বর্তমানে পার্কে হাতি, বাঘ, সিংহ, কুমির, ওয়ালবিষ্ট, কুদু, হরিণ, ভল¬ুক, এশীয় ও আফ্রিকান তৃণভূজি প্রাণী থেকে শুরু করে শত শত প্রজাতির পশুপাখি রয়েছে। রয়েছে পশু চারণ ভুমি। সাফারি পার্ক ছাড়াও বাইরের পশুপাখি যাতে আশ্রয় নিতে পারে সে জন্যে পার্কের বাউন্ডারির বাইরেও বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সাফারি পার্কের বনাঞ্চল ঘেঁেষই বগাছড়ি ও কালাপাড়া এলাকায় পিয়ারুল ইসলাম ও শমশুদ্দিনের নেতৃত্বে এবং নাজেম উদ্দিনের মালিকানাধীন বগাছড়িতে ইতোমধ্যে কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। তৎমধ্যে পিয়ারু ও শমশুদ্দিন সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে কয়েক বছর যাবৎ তাদের ইটভাটায় বনের লাকড়ি পুড়ে আসছে। এসব ইটভাটা স্থাপনে পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ ও প্রশাসনের কোন অনুমতিপত্র নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা। অন্যদিকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ম্যানেজ হয়ে যাওয়ায় বন রক্ষায় সংশ্লিষ্ট রেঞ্জাধীন বন কর্মকর্তারাও চরম উদাসীনতা ও খামখেয়ালীপনার পরিচয় দিচ্ছে। তবে এব্যাপারে ইটভাটা কর্তৃপক্ষ শমশুদ্দিনের মোবাইলে যোগাযোগ করা হলে, তিনি তাদের ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে দাবি করে সবকিছু পিয়ারু জানবেন এ কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। সূত্রে প্রকাশ, দুটি ড্রাম সিমনি ও তিনটি উচু চিমনি দিয়ে এসব ইট ভাটা স্থাপন করা হয়েছে। এসব ইট ভাটায় জালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ভাটা লাগোয়া সরকারী সংরক্ষিত বনাঞ্চলের মুল্যবান গাছপালা। সরেজমিন দেখা গেছে, এসব ইটভাটা গুলো ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্ককে তিন পয়েন্ট থেকে ঘেরাও করে রেখেছে। এসব ইট ভাটার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ার কার্বন ধুলা পড়ে সাফারি পার্ক ও পার্ক লাগোয়া বনাঞ্চলের গাছপালা বিবর্ণ হচ্ছে। হুমকির মুখে পড়েছে সাফারি পার্কের জীববৈচিত্র্য। সরকারী বনাঞ্চলের পাহাড় কেটে ভাটা গুলোতে ইট তৈরীর জন্য মাটিও নেয়া হচ্ছে। স্থানীয় একটি সূত্র জানায়, ইটভাটা গুলোর কারণে প্রতিবছর সাফারি পর্কের বহু বিলুপ্ত প্রায় পশুপাখি মারা যাচ্ছে। পার্কের ভেটিরিনারী বিভাগের সংশ্লিষ্টরা দাবি করেছেন, পার্কের কাছাকাছি এলাকায় এসব ইটভাটা গুলো গড়ে তোলার কারনে বর্তমানে পার্কের জীবজন্তুর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় পশুস্বাস্থ্যও রয়েছে চরম হুমকিতে। তাদের দাবি, ইট ভাটার নিগৃত কালো ধোঁয়ায় পার্কের পশুপাখির স্বভাবও পাল্টে যাচ্ছে। পার্ক লাগোয়া বনাঞ্চল উজাড় হওয়ার কারনে পাশে পশুপাখির চারণভূমি ও আবাসস্থল ধবংস হচ্ছে। এছাড়াও ইটভাটা গুলোর কারণে এখানে মাটির উর্বরা শক্তি বিলুপ্ত হচ্ছে। এতে পার্কের গাছপালাও স্বাভাবিক ভাবে বেড়ে উঠছে না। চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, ইটভাটার কালো ধোঁয়ার কার্বণ ধুলা পানিতে পড়ে জলজ প্রাণির ক্ষতি করে, নষ্ট হয় গাছের গ্রুথ। এমনকি মাটি হারিয়ে পেলে উর্বরা শক্তি। এ অবস্থা হলে ওই মাটি থেকে নতুন করে ঘাঁস, বাঁশের বীজ ও উদ্ভিদ জন্মায় না। এতে করে পশুপাখির সহজভাবে বেঁচে থাকার পথও বাঁধাগ্রস্থ হয়।

পাঠকের মতামত: