ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

‘আসিতেছে সরকারি লম্বা ছুটি’

cnনিজস্ব প্রতিবেদক ।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি তিনদিন হলেও কার্যত এবার নয়দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। এবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ৬ জুলাই বুধবার। এ হিসাবে ৫ থেকে ৭ জুলাই তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এর পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এদিকে এর আগে ৩ জুলাই রোববার পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। এর পূর্ববর্তী দু’ দিন ১ ও ২ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ১ থেকে ৯ জুলাই পর্যন্ত অফিস খোলা থাকছে মাত্র একদিন৪ জুলাই সোমবার। ধারণা করা হচ্ছে ওইদিন অফিসে এক রকম অঘোষিত ছুটিই থাকবে। অনেকে ওইদিন কোনোরকমে ম্যানেজ করে টানা ছুটিই ভোগ করবেন। এ হিসাবে ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ৯ দিনের টানা ছুটিই থাকবে। বিষয়টি নিয়ে সরকারিবেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীরা আগে থেকেই বেশ খোশ মেজাজে রয়েছেন। তাদের অনেককে ‘আসিতেছে লম্বা ছুটি’ বলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে।

 

পাঠকের মতামত: