ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আলীকদম মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার

বান্দরবান সংবাদদাতা :::
বান্দরবানের আলীকদম মাতামুহুরী নদী থেকে লিংতই ম্রো(৪৮) নামের এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ৪নং কুরুপ পাতা ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় কয়েকজন ইউপি সদস্য সংবাদ পেয়ে উপজেলার চৈক্ষ্যং এলাকা থেকে এই লাশ উদ্ধার করে। লংতই মুরুং ৪নং কুরুপ পাতা ইউনিয়নের আমেন পাড়ার লংলক ম্রো এর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, লাশ সনাক্ত করা হয়েছে এবং তার ওয়ারিশদেরকে খবর দেওয়া হয়েছে। লাশের ওয়ারিশরা আশার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৪ নং কুরুপ পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, গত ১৯ জুন সোমবার আমেন মুরুং তার জুমের খামারে পুজা করতে যান। পুজা শেরে বাড়ি ফেরার পথে নদী পার হতে গিয়ে লংতই ডুবে যান। সেই সময় তাকে অনেক খোজাখুজি করে ও পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা নদীতে লাশ ভেষে যেতে দেখে আমাকে খবর দেয়। আমি গিয়ে লাশ উদ্ধার করি এবং সনাক্ত করি।

পাঠকের মতামত: