ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

আলীকদম বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

Alikadam BNP News.picক্যাপশান: বান্দরবান জেলা বিএনপি’ নেতৃবৃন্দের সাথে আলীকদম বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

 আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :::

বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি’র ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। একইসাথে পূর্বের আলীকদম উপজেলা বিএনপি’র কমিটি বাতিল করা হয়েছে। মাশুক আহামদকে আহ্বায়ক, মো. জুলফিকার আলী ভূট্টো, আব্দুল হামিদ, মো. মনছুর আলম, শিরিনা আক্তার, মো. ইউনুচ মিয়া ও জয়নাল আবেদীনকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্যের এই কমিটি গঠিত হয়। ২৪ জুলাই বান্দরবান জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিকেলে আলীকদম প্রেসক্লাবে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহামদ, যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী ভূট্টো, আব্দুল হামিদ মো. মনছুর আলম, শিরিনা আক্তার, মো. ইউনুচ মিয়া ও জয়নাল আবেদীন প্রমুখ।

জানতে চাইলে মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, পূর্বের কমিটির কারণে আলীকদমে বিএনপির রাজনীতি স্থবির হয়ে পড়েছিল। তাই তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: