আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র পুত্র উসিং হাই রবিন বাহাদুরের উদ্যোগে ৩ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার তিনি এসব শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষকরা অবশিষ্ট শিক্ষা সামগ্রী বিতরণ করেন। আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্রুমং মার্মা বলেন, প্রতিমন্ত্রী পুত্রের দেওয়া শিক্ষা সামগ্রীসমুহ আজ বৃস্পতিবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
শিক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মো.কাউছার সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, সহ-সভাপতি মো. মোস্তফা জামান রাশেদ, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়–য়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৌরভ পাল ডালিম ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোস্তফা জামান রাশেদ জানান, আলীকদম উপজেলার চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার দুর্গমে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। বর্তমান সরকারের শিক্ষাবন্ধব কার্যক্রমে ব্যক্তিপর্যায়ে সহযোগিতার দৃষ্টান্ত সৃষ্টিতে রবিন বাহাদুরের এ উদ্যোগে মাইল ফলক হয়ে থাকবে।
পাঠকের মতামত: