ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

আলীকদমে পাহাড়ি ছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

alikadam loguআলীকদম (বান্দরবান) প্রতিনিধি :::

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে পাহাড়ি এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। বুধবার বেলা এগারোটায় আলীকদম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছে সংগঠন দুইটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আলীকদম শাখার সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো, সাধারণ সম্পাদক চাথোয়াইমং মার্মা, নির্বাহী সদস্য ফিলিপ ত্রিপুরা, উচ্চতমনি তঞ্চঙ্গ্যা, রিতা ত্রিপুরা ও বাচিংনু মার্মা প্রমূখ।

মানববন্ধন শেষে সাংবাদিক সম্মলন অনুষ্ঠিত হয় প্রেসক্লাব কার্যালয়ে। এতে বক্তব্য রাখেন উপজেলা জেএসএস এর সাধারণ সম্পাদক ছাথোয়াইমং মার্মা। বক্তব্যে তিনি পুলিশ প্রশাসনের তৎপরতার প্রশংসা করে বলেন, যথাসময়ে পুলিশ মামলা রুজু ও আসামী আটক করেছে। তবে এ ঘটনায় আলীকদম উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় হোস্টেলের হোস্টেল সুপার ও সংশ্লিষ্টদের গাফেলতি রয়েছে। তাই আগামী ৭২ ঘন্টার মধ্যে হোস্টেলের সংশ্লিষ্টদের বদলী করতে হবে। অন্যথায় জেএসএস বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে। কারণ এ ঘটনার সাথে হোস্টেল সুপারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও জড়িত থাকতে পারে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারী আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলার পাট্টখাইয়া এলাকার আবুল কালাম এর ছেলে মোঃ মিজানুর রহমান ও একই এলাকার শিলবুনিয়া পাড়া এলাকার মোঃ ছৈয়দ হোসেনের ছেলে মোঃ সাইফুলকে আটক করে আলীকদম থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আলীকদম থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮ এর ১, ৮ এর ২ ও ৮ এর ৭ এবং নারী নির্যাতন দমন আইন- ৯ এর ১ ধারায় আলীকদম থানায় মামলা রুজু হয়েছে।

পাঠকের মতামত: