ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

আলীকদমে পরিবার পরিকল্পনা বিভাগের এডভোকেসি সভা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::    বান্দরবানের আলীকদম উপজেলায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ/২০১৮ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে জনপ্রতিনিধি ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে এই এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। “প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি; প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে উপজেলা পরিবাল পরিকল্পনা কর্মকর্তা, এম.দিদারুল আলম ও ডাঃ বেলাল উদ্দিন আহাম্মদ, মেডিকেল অফিসার, এমসিএইচ এন্ড এফপি এর উপস্থিতিতে এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম।

এতে প্রতিপাদ্য বিষয়ের ওপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এমসিএইচএন্ডএফপিও ডা. বেলাল উদ্দিন আহাম্মদ। এ্যাডভোকেসী সভায় আগামী ২৪-২৯ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের ওপর বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রধান অতিথি সেবা সপ্তাহ উপলক্ষ্যে নিজ খরচে ২টি পরিবার পরিকল্পনা বিষয়ক বিলবোর্ড প্রদানের ঘোষণা দেন।

পাঠকের মতামত: