আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: কোবিড-১৯ শুরুর পর থেকেই পার্বত্য বান্দরবান জেলাজুড়ে স্বল্প বিরতির পর বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে স্থানীয় দরিদ্র পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীর পর থেকেই ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) আলীকদম জোনের উদ্যোগে শতাধিক দরিদ্র পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলার খুইল্যা মিয়া পাড়া, মংসুইপ্রু পাড়া, আলী বাজার, নয়াপাড়া, ছাবের মিয়া পাড়া, কলারঝিরি ইউনুচ মেম্বার পাড়া, পানবাজার প্রভৃতি এলাকার শতাধিক দুঃস্থ পরিবারকে এসব ত্রাণ দেওয়া হয়। ত্রাণ বিরতণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলীকদম জোনের ক্যাপ্টেন আতিকুর রহমান।
পাঠকের মতামত: