ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

আর্জেন্টিনার পরাজয়ে হার্ট অ্যাটাকে সমর্থকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::  আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লার নিমসারের শিকারপুরে হার্ট অ্যাটাকে কাউসার জাভেদ কাকন নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে।

প্রিয় দল আর্জেন্টিনা হেরে যাওয়াটা মেনে নিতে পারেননি কাউসার জাভেদ। কাতার বিশ্বকাপে গ্রুপ সি’র ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ফিফা ব়্যাংকিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরব। এতেই হাট অ্যাটাক করেন তিনি।

নিহত কাউসার জাভেদ কাকন কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের বাড়িতে খেলা দেখার সময় স্ট্রোক করে মারা যান বলে তার বড় ভাই মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, মৃত্যুর বিষয় এখনও জানানে না। তবে খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।

পাঠকের মতামত: