ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

আরশির গর্ভে আফ্রিদির সন্তান!

262নিউজ ডেস্ক :::
আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্কের খবর প্রকাশ্যে এনে কয়েক মাস আগে শিরোনামে এসেছিলেন পাকিস্তানি মডেল আরশি খান। এবার আরও নতুন চমক। সম্প্রতি আরশি দাবি করেছেন, তাঁর গর্ভে আফ্রিদির সন্তান! খবর আনন্দবাজার পত্রিকার।

আরশি দাবি করেছেন, ‘‘লাভার হিসেবে আফ্রিদি ১০০-তে ১০০ পাবে। আর মাত্র ৬ মাস। তারপর আমি আফ্রিদির সন্তানের জন্ম দেব।’’

এর আগে টুইট করে আরশি বলেছিলেন, ‘‘আমি ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক রয়েছে। এটা আমার ব্যক্তিগত জীবন। এর জন্য নিশ্চয়ই কারও অনুমতি নেব না!’’

আফ্রিদির সঙ্গে আরশির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল নানা মহলে। আরশির এই নয়া বিস্ফোরক দাবিতে চলতি টি-২০ বিশ্বকাপে মাঠের পাশাপাশি ঝড় উঠেছে আফ্রিদির ব্যক্তিগত জীবনেও।

পাঠকের মতামত: