ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

‘আমান আযমীকে তুলে নেয়ার অভিযোগ’

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহেল আমান আযমীকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। আযমীর পরিবারের দাবি সোমবার রাত পৌনে ১২টার দিকে মগবাজার এলাকার বাসা থেকে তাঁকে তুলে নেয় ডিবি পুলিশ। তবে আযমীকে আটকের বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। গোলাম আযমের স্ত্রীর ম্যানেজার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের কয়েকটি দল আযমীর কাজী অফিস লেনের বাসার সামনে আসে। তারা প্রথমে সিসি ক্যামেরার হার্ডডিস্ক জব্দ করে। পরে আযমীর বাসায় তল্লাশি চালিয়ে তাঁকে নিয়ে যায়। তবে আযমীকে আটকের বিষয়টি পুলিশ ও ডিবি কেউই স্বীকার করেননি। এ ছাড়া রমনা থানা ও ডিবি কার্যালয়ে গিয়ে আটকের কোনো তথ্যও পাওয়া যায়নি।

পাঠকের মতামত: